অত্র অফিসের সেবা সমূহঃ চারা উত্তোলন, জনগণের মাঝে সরকারী মূল্যে চারা বিক্রয়, মাহসড়ক, সংযোগ সড়ক, পানি উন্নয়ন বোর্ডের বাঁধের পাশে ও বিভিন্ন প্রতষ্ঠিানে বনায়ন কার্যক্রম পরিচালনা, সামাজিক বনায়নের সুফলভোগী নির্বাচন, সুফলভোগীগনকে বনায়ন ও রক্ষাণাবেক্ষণ সংক্রামত্ম প্রশিক্ষণ প্রদান, মেয়াদ উত্তীর্ণ বাগানের গাছ সরকারী প্রক্রিয়ায় কর্তন, পূন:বনায়ন, সুফলভোগীগণকে লভ্যাংশের চেক বিতরণ, বনজদ্রব্য চলাচলের পাশ প্রদান, সরকারী/বেসরকারী দপ্তরের বনজদ্রব্য নিলাম বিক্রয়ের মূল্যায়ণ, বনজদ্রব্য বিক্রয়ের রাজস্ব ও ভ্যাট আদায়, করাত কলের লাইসেন্স প্রদান ও নবায়ন সংক্রামত্ম কার্যক্রম, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রশাসনকে সহায়তা প্রদান, বৃক্ষমেলা ও বৃক্ষরোপণে জনসাধরাণকে উদ্বুদ্ধ করণ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS